কলকাতা: আড়িয়াদহের (Ariyadahas Video Incident) কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শুক্রবার জয়ন্ত সিংয়ের (Jayanta Singh) তালতলা ক্লাব সিল করল পুলিশ। পুনর্নির্মাণ শেষে তালতলা ক্লাব থেকে বেরোনোর সময় পুলিশের সামনে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ধাক্কা দিয়েন জয়ন্ত। গ্রেফতারের পরও দাপট কমেনি তা স্পষ্ট। তালতলা স্পোর্টিং ক্লাবের (Taltala Sporting Club) সামনে জয়ন্তকে চেনা ভঙ্গিমায় দেখা গেল।
পুলিশ সূত্রের খবর, কোনও একটি চুরির ঘটনায় এক কিশোরকে ক্লাবে তুলে এনে তার উপর যৌন নিগ্রহ করে জয়ন্ত ও তার দলবল। তালতলার ওই ক্লাবে এক জনকে চ্যাংদোলা করে ঝুলিয়ে রেখে মারধর করা হয়। সেই অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে গোপনাঙ্গে সাঁড়াশি দিয়ে চাপ দেওয়া হচ্ছে। রীতিমতো সাঁড়াশি দিয়ে তার গোপনাঙ্গ ছিঁড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আড়িয়াদহে মারধরের ঘটনার মূল পাণ্ডা জয়ন্ত সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তালতলা ক্লাবে ঘটনার পুনর্নির্মাণ করাতে জয়ন্তকে নিয়ে গিয়েছিল পুলিশ। এদিন জয়ন্তকে সংবাদদিকরা ওই রাতে মারধর নিয়ে প্রশ্ন করলে, পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন জয়ন্তও। বললেন, ‘‘আমাকে কি দেখেছিলেন?
আরও পড়ুন:ঢোলাহাটের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ আদালতের
শুধু তা-ই নয়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে তাঁর ছবি ঘিরে যে প্রশ্ন উঠেছে, তা নিয়েও মুখ খুললেন জয়ন্ত। দাবি করেছেন, মদনের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। নেতাদের সঙ্গে সবার ছবি থাকে। ক্লাব থেকে বের হওয়ার সময় দেখা যায় একেবারে বেপরোয়া মনোভাব ছিল জয়ন্তর চোখেমুখে। সাংবাদিকদের সরিয়ে দিয়ে তিনি বলেন, চল এখান থেকে। তালতলা ক্লাব সিল করে দেওয়া হয়। তবে বাসিন্দাদের একাংশের দাবি, এই ক্লাবে জয়ন্ত ও তাঁর শাগরেদরা নিজেদের বিচার সভা বসাতেন। অভিযোগ, অনেককেই ক্লাবে ডেকে এনে মারধর করেছিলেন তাঁরা। ক্লাব সিল করে কী হবে। আজ সিল করছে। কাল আবার খুলে দেবে। এই ক্লাব পুরোপুরি তুলে দেওয়া দরকার।
দেখুন ভিডিও