Placeholder canvas
HomeScrollজয়নগরে শুট আউট, খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

জয়নগরে শুট আউট, খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ

জয়নগর: বাড়ির কাছে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন (Death) হলেন জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর( ৪৩ )। তিনি আবার বামনগাছি (Bamongachhi) অঞ্চল তৃণমূলের (TMC) সভাপতি।

মৃত সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর ওই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান।গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন: কলকাতায় চলল দেদার শব্দবাজির দাপট

এদিকে ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সরদার। বিভাসবাবুর দাবি, দুষ্কৃতীরাই খুনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত ঘটনায় দু’জনকে ধরতে পেরেছে।

আরও খবর দেখুন 

Kali Puja 2023 | দুর্গাপুজোর পর থিমের চমক কালীপুজোতেও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments