জীবনতলা: এক তৃণমূল নেতাকে (TMC) মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল ক্যানিংয়ের জীবনতলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার (Jibantala PS) ৭ নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। বুধবার রাতেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের সদস্যরা স্থানীয় দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন। তাঁদের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথ মণ্ডলের বিবাদ ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের।
জীবনতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি খুনের সঠিক কারণ তদন্ত করতে বলেন পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: আজও গরমে ভোগান্তি কলকাতায়
আরও খবর দেখুন