কলকাতা: সঙ্গে নেই যিশু (Jisshu Sengupta), দুই মেয়েকে নিয়ে দীপাবলির আনন্দে মাতলেন নীলাঞ্জনা (Nilanjana Sengupta)। ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন আর ছিলেন টলিপাড়ার দুই পরিচিত মুখ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রান্তিক সহ কিছু বন্ধু-বান্ধবদের সঙ্গে জমজমাটি দিওয়ালি পালন করলেন নীলাঞ্জনা। যিশু সঙ্গে না থাকলেও যে জমাটি দীপাবলিই কাটিয়েছেন নীলাঞ্জনা। মেয়েদের সঙ্গে আনন্দোই কাটালেন আলোর উৎসব।
View this post on Instagram
যিশু-নীলাঞ্জনার দাম্পত্যে চিড় ধরেছে।যা নিযে বেশ কিছুদিন ধরে তোলপাড় সোশ্যাল টলিপাড়া। দুজনেই ঘর ভাঙার কথা প্রকাশ্যে বলেননি। তবে মাঝে মধ্যেই নীলাঞ্জনার বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে এটা একেবারেই স্পষ্ট যে তাঁদের মধ্যে আর ভাল সম্পর্ক নেই। দুর্গাপুজোয় মুম্বইতে বোনে চন্দনার সঙ্গে কাটিয়েছেন নীলাঞ্জনা। তবে কালীপুজো ও দীপাবলির উৎসব পালন করলেন নীলাঞ্জনা তাঁর বাড়িতেই। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার সঙ্গে ছবি পোস্ট করেছেন রাহুল। দিওয়ালির দিন নীলাঞ্জনার বাড়ি সেজে উঠেছিল আলোয় আলোয়। দুই মেয়ের সঙ্গে নীলাঞ্জনাকেও দেখা গিয়েছে সাদা রঙের পোশাকে। পোশাকের রংমিলান্তির সঙ্গেও মেয়েদের সঙ্গে বাজি জ্বালাতে দেখা গিয়েছে নীলাঞ্জনাকে।
View this post on Instagram
অন্য খবর দেখুন