কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে পঞ্চায়েত ৪ (Panchayat Season 4)। এই সিজিন দর্শকদের মধ্যে ভালোই সাড়া জাগিয়েছে। অনেকেই বলছে আগের তিন সিজিন থেকে বেশি এন্টাটেনিং। চর্চায় রয়েছেন সচিবজী জিতেন্দ্র কুমার। কত পারিশ্রমিক পেলেন জানেন? দেখে নিন
পঞ্চায়েত ৪-এ জিতেন্দ্র কুমার ওরফে সচিব জি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী। আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করার পর, জিতেন্দ্র অভিনয়ে ক্যারিয়ার গড়ে তোলেন এবং কোটা ফ্যাক্টরি এবং পঞ্চায়েতের মতো সিরিজে সাফল্য পান। এই সিরিজের নীনা গুপ্ত, রঘুবীর যাদব এবং ফয়সাল মালিকের মতো তারকারা অভিনয় করেছেন।
সবচেয়ে বেশি আলোচনায় আছেন সচিব জি অর্থাৎ জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)।পঞ্চায়েত সিজন ৪’-এর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা জিতেন্দ্র কুমার। প্রতি পর্বের জন্য ৭০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন। ৮ টি পর্বের জন্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা পেয়েছেন।
আরও পড়ুন: শরীরের ছাঁচে বসানো পোশাক, ফের ভাইরাল উরফির নতুন লুক
অন্য খবর দেখুন