Placeholder canvas
HomeScrollবেসরকারি সংস্থায় ভূমিপুত্রের চাকরি সংরক্ষণ খারিজ হরিয়ানায়

বেসরকারি সংস্থায় ভূমিপুত্রের চাকরি সংরক্ষণ খারিজ হরিয়ানায়

হরিয়ানার বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ২০২১ সালে আইনটি কার্যকর করে

হরিয়ানা: বেসরকারি (Private) সংস্থায় ভূমিপুত্রের চাকরি সংরক্ষণ (Job Reservation) খারিজ হরিয়ানায় (Haryana)। ৩০,০০০ টাকার কম বেতনের ৭৫ শতাংশ পদ ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ করা হয়।

২০২১ সালের আইনটি সংবিধান বিরোধী। এটি জাতীয় স্বার্থের পরিপন্থী। অত্যন্ত খারাপ দৃষ্টান্ত। এর ফলে রাজ্যগুলির মধ্যে কৃত্রিম দেওয়াল তৈরি হওয়ার সম্ভাবনা। অভিমত পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের।

আরও পড়ুন: নাবালিকা ধর্ষণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ

বেসরকারি সংস্থাকে এমন পদক্ষেপ করার জন্য বাধ্য করা যায় না। যেখানে বিষয়টি সংবিধান অনুমোদন করছে না। দেশের যে কোনো প্রান্তের নাগরিকদের প্রতি এমন পদক্ষেপ চরম বৈষম্যমূলক।

হরিয়ানার বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ২০২১ সালে আইনটি কার্যকর করে। হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। এবার তা খারিজ হল।

আরও খবর দেখুন 

Bhangar News | ভাঙড়ের বামুনিয়া সদারপাড়ায় বোমাবাজি, তৃণমূল-আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments