নয়াদিল্লি: মিষ্টির দোকানের (Sweet Shop) থেকে কেনা লাড্ডু খেয়ে অসুস্থ (Ill) হয়ে পড়েছিলেন বিচারক ও তাঁর পরিবারের সদস্যরা। এরপর ওই মিষ্টির দোকানের মালিকের বিরুদ্ধে মামলা করলেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি লখনউয়ের। সেখানকার গোমতী নগরের জনপ্রিয় মিষ্টির দোকান নীলকান্ত সুইটস। অতিরিক্ত জেলা বিচারক মঞ্জুলা সরকার সেই দোকানের লাড্ডু খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হন। তিনি একা নন, সঙ্গে থাকা বোন মধুলিকা এবং বাড়ির কর্মী অনিতাও একইভাবে অসুস্থ হন। বিচারক আট দিন হাসপাতালে ভর্তি থাকেন। গত ৩১ জুলাই ২৫০ গ্রাম বুন্দি লাড্ডু সহ আরও কয়েকরকম মিষ্টি সেখান থেকে তিনি কেনেন। বাড়িতে গিয়ে যা খাওয়ার পরেই তিনজনেরই অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয়। কিন্তু বিচারকের অবস্থা ৩ অগাস্ট ক্রমশ খারাপ হয়। সেদিন আদালতের রেস্ট রুমে তিনি কার্যত অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের মতে, গ্যাস্ট্রোএন্টেরিক ইনফেকশনে বিচারক আক্রান্ত। হাসপাতালেই খরচ হয় ৬২০০০ টাকা। তারপরেই এফআইআর। ওই ঘটনায় চলছে লাড্ডু কাণ্ডের তদন্ত। জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: ভারত তিন বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে: আইএমএফ
আরও খবর দেখুন