কলকাতা: আজ মহাসপ্তমী। উৎসবের আমেজে মেতে উঠেছে আপামর বাঙালি। উৎসবের মরশুমে আন্দোলন-অনশন জারি জুনিয়র ডাক্তারদের। ১১৩ ঘণ্টা পার এখনও অনশনে অনড় ডাক্তাররা (Junior Doctor Hunger Strike)। সরকারের সঙ্গে বৈঠক থেকে সমাধানসূত্র মেলেনি। অনশন দীর্ঘতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর (Junior Doctor Aniket Mahato Sick) শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিডনি ও লিভারে প্রভাব পড়েছে। কিন্তু তিনি হাসপাতালে যাতা চাইচ্ছন না। অনিকেতের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, আইসিইউ।
আরজি করের ডাক্তার সৈকত নিয়োগী বলেন, অনিকেতের অবস্থা অন্যান্যদের থেকে বেশি আশঙ্কাজনক।
গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়রদের পাশে আছেন সিনিয়ররাও। দীর্ঘ অনশনের জেরে অনিকেত সহ অন্যান্য চিকিৎসকরাও অসুস্থ হয়ে পড়েছেন। অনশনের জেরেই ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ওর ইউরিনে কিটোন বডি পাওয়া গিয়েছে। ডাক্তার অনিকেত মাহাতোর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে অবিলম্বে আইসিইউতে ভর্তি করা উচিত বলেও মনে করছেন চিকিৎসকরা। সিনিয়র ডাক্তারদের একাংশ জুনিয়রদের অনশন থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন। জুনিয়র ডাক্তারদের দাবি যথার্থ হলেও, জীবন ঝুঁকিতে ফেলে এই লড়াই চালিয়ে যাওয়া উচিত নয়।
আরও পড়ুন: কলকাতা পুলিশের পথেই সিবিআই
ডাক্তার সৈকত নিয়োগী বলেন, অনিকেতের অবস্থা আশঙ্কাজনক। ইউরিনে কিটোন বডি পাওয়া গিয়েছে। অ্য়াসিডোসিস ডেভেলপ করা শুরু করেছে। রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে, আস্তে আস্তে ওদের অবস্থা আশঙ্কাজনক হচ্ছে। সেটা হঠাৎ করে হতে পারে। ১০-১৫ মিনিট সময় হয়তো আমরা পাব। আইসিইউ ছাড়া সেই চিকিৎসা করা মুশকিল। আমরা পরামর্শ দিয়েছি, অনিকেতকে আইসিইউতে নিয়ে পর্যবেক্ষণে রাখতে। অনিকেতের সঙ্গে কথা হয়েছে। ওরা নিজেদের মধ্যে আলোচনা করা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
অন্য খবর দেখুন