কলকাতা: বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর তরফ থেকে একটি ইমেল করা হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থকে (CS Manoj Pant)। ডাক্তারদের তরফে ইমেলে মুখ্যসচিবকে রাজ্যের হাসপাতাল গুলির পরিষেবার উন্নতিসাধনে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের তরফে বার্তা দেওয়া হয়েছে, আমরা যে পরামর্শগুলি দিচ্ছি সেগুলিকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা হিসাবে দেখা উচিত। এটা আপনাদের কাছে সুপারিশ নয়। রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামোর উন্নতির প্রয়োজন। জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) তরফে ইমেলে লেখা হয়েছে, মাননীয় মুখ্যসচিব আপনি সম্ভবত ঘূর্ণিঝড় ‘দানা’-র উপর নজরদারি চালাচ্ছেন। ক্ষয়ক্ষতি প্রশমনে ব্যস্ত আছেন। আমরাও প্রস্তুত রয়েছি। গত ২১ অক্টোবর নবান্নে আলোচনার ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে। চিঠিতে জাক্তাররা বেশ কিছু পয়েন্টও উল্লেখ করেছেন।
কেন্দ্রীয় ভাবে সব সরকারি হাসপাতালে খালি বেডে নজরদারি শুরু করতে হবে। নজরদারি সঠিক না হলে ‘রেফারেল’ পদ্ধতি কাজ করবে না। এক মাসের মধ্যে সেই ব্যবস্থা চালু করতে হবে। স্বাস্থ্য দুর্নীতি রোধ করতে এবং মেডিক্যাল কলেজ গুলিতে হুমকি সংস্কৃতি বন্ধ করতে প্রতি ঘণ্টায় সমস্ত সরকারি হাসপাতালে খালি বেডের সংখ্যা জানাতে হবে।
আরও পড়ুন:দানব দানা’র তাণ্ডবে তোলপাড় দিঘা, ভোর রাতে ভয়াবহ পরিস্থিতি
হাসপাতালগুলির ধারণ ক্ষমতা কেমন সেই নিয়ে আগামী ছয় মাসের মধ্যে সরকারকে মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়নের উপর ভিত্তি করে শয্যা সংখ্যা বৃদ্ধি করতে পদক্ষেপ করতে হবে। কেন্দ্রীয় ‘রেফারেল’ পদ্ধতির খামতি রয়েছে বলে জানিয়েছেন ডাক্তারেরা। সিআরএস দুটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। এক, রেফার করা হাসপাতালে পর্যাপ্ত শয্যা রয়েছে কি না। দুই, রেফার করা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো, ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন তা ওই হাসপাতালে রয়েছে কি না। জানলেই হবে না। সংশ্লিষ্ট হাসপাতালে ওই চিকিৎসার পরিকাঠামো আছে কি না, সেটাও সিস্টেমে থাকতে হবে। কেন্দ্রীয় ‘রেফারেল’ পদ্ধতি পরিচালনার জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। রেফার করা হাসপাতালে কোনও পরিষেবা উপলব্ধ না হলে কোথায় সেই পরিষেবা পাওয়া যেতে পারে সেই সংক্রান্ত তথ্য জন্য বোর্ড টাঙাতে হবে।
অন্য খবর দেখুন