কলকাতা: স্বাস্থ্য সচিবকে না সরানো পর্যন্ত কর্মবিরতি চলবে। মঙ্গলবার মধ্যরাতে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। নিজেদের সিদ্ধান্তে অনড় জুনিয়র চিকিৎসকরা। এখনই কর্মবিরতি প্রত্যাহার করছেন না জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী ডাক্তারেরা জানালেন, গত ৩৯ দিন ধরে এই আন্দোলন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে পাঁচ দফা দাবি নিয়ে সোমবার আলোচনা হয়েছে। আমরা কাজে ফিরতে চাই, আমরা চাই অতি দ্রুততার সঙ্গে এই অচলাবস্থা কাটুক। আমাদের চতুর্থ এবং পঞ্চম দফা দাবি স্বাস্থ্য সচিবকে নিয়ে। এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন। ফের আলোচনায় বসতে চাই। বুধবার সকালের লিখিত দাবিপত্র পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।
আরও পড়ুন: ‘জাগো বাংলার’ সম্পাদক শোভনদেব চট্টোপাধ্যায়
আরজি করের প্রতিবাদে টানা ৩৯ দিন ধরে কর্মবিরতিতে রয়েছে জুনিয়র ডাক্তাররা। রোদ-জল-ঝড় উপেক্ষা করে, রাজ্যের স্বাস্থ্যভবনের সামনে তারা ধরনায় বসেছেন। জাক্তারদের বেশির ভাগ দাবিকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্মবিরতি প্রত্যাহার নিয়ে জিবি বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। সোমবার পাঁচ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। জুনিয়র জাক্তারদের বেশির ভাগ দাবিকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হয়েছে সিপি, ডিসি নর্থ সহ স্বাস্থ্য অধিকর্তাদের। এনিয়ে আলোচনার জন্য মঙ্গলবার রাতে জিবি বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি সন্তোষজনক। আইনজীবী তাদের সমস্যাগুলো আদালতে তুলে ধরেছেন। এও জানা যাচ্ছে আরজি করে যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, তার সবটা এখনও হয়নি।
অন্য খবর দেখুন