কলকাতা: অনশনমঞ্চে বসবার জন্য ডাক্তাররা (Junior Doctors Protest) যে চৌকি এনে ছিল, সেগুলো ‘বাজেয়াপ্ত’ করেছে পুলিশ। রাস্তাতে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় ডাক্তারদের। এর প্রতিবাদে বউবাজার থানার সামনে বিক্ষোভ দেখালেন আন্দোলনরত ডাক্তাররা। শ্লোগান স্কাউটিং চলছে। তাঁরা থানার মূল গেটের সামনে বসে পড়েন। প্রায় তিন ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির পরে ‘বাজেয়াপ্ত চৌকি’ ছাড়িয়ে আনেন জুনিয়র ডাক্তারেরা।
আরও পড়ুন: ‘১০ অক্টোবরের মধ্যে ৯০% কাজ হয়ে যাবে’, কাজে ফিরুন, আর্জি রাজ্যের
১০ দফা দাবি নিয়ে ধর্মতলা চত্বরে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। শনিবার রাত থেকেই ধর্মতলায় অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। বায়ো টয়লেট বসানো নিয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তারেরা। এ বার চৌকি নিয়ে শুরু হল অভিযোগ। ডাক্তারেরা জানাচ্ছেন, অনশনমঞ্চের জন্য কয়েকটি চৌকি, প্লাস্টিকের চেয়ার আনিয়েছিলেন তাঁরা। সেই চৌকি পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ওই নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির পর সোজা থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সন্ধ্যায় বউবাজার থানার সামনে বিক্ষোভ দেখালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তিন ঘণ্টা পর পুলিশের কাছ থেকে ‘বাজেয়াপ্ত চৌকি’ ছাড়িয়ে আনেন জুনিয়র ডাক্তারেরা। ডাক্তারদের দাবি, জয় তাদের। পুলিশ বাধ্য হয়েছে খাট, চেয়ার ছেড়ে দিতে। এটাই নৈতিক জয়। কাঁধে করে খাট নিয়ে আবার অনশন মঞ্চে ফিরলেন ডাক্তাররা।
অন্য খবর দেখুন