কলকাতা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে কালীঘাটে পৌঁছালেন জুনিয়র ডাক্তাররা (RG Kar Meeting Junior Doctors)। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন দুই স্টেনোগ্রাফার। নির্ধারিত সময়ের ৭৬ মিনিট পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছালেন জুনিয়র ডাক্তাররা। সন্ধ্যায় ৬ টা ১৬ মিনিটে আসেন। স্টেনোগ্রাফার নিয়ে মমতার বাড়িতে প্রবেশের অনুমতি মিলল ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে জুনিয়র ডাক্তাররা। কালীঘাটে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা।
জুনিয়র ডাক্তাররা জানান, আগের দিন যে সংখ্যক প্রতিনিধি ছিলেন তাঁরা সবাই থাকবেন। পাঁচদফা দাবি নিয়ে আলোচনা হবে। আজকের বৈঠকে লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং হবে না বলে জানানো হয়েছে। তবে আলোচনা শেষে দু’পক্ষের সই-সহ আলোচনার সারসংক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকেরা বলেন, ওঁনারা বলছেন, আমরা বৈঠক করতে চাই না। আমাদের ঔদ্ধত্য রয়েছে। এটা ভুল। আমরা দেখতে চাই, ওঁরা কতটা কথা বলতে চান। আমাদের ন্যায় বিচারের লড়াই। তাঁরা ন্যায়বিচারের লড়াইকে কতটা নিয়ে যেতে পারেন, দেখছি। আগামিকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। সেখানে সব তথ্য তুলে ধরা হবে। আদালত দেখবে আমরাও নমনীয় হয়েছি।
আরও পড়ুন: বিকেলে কালীঘাটের বৈঠকে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা
ডাক্তারদের দাবি, বৈঠকে আমাদের সঙ্গে থাকবেন স্টেনোগ্রাফার। প্রত্যেকটা জিনিস লেখা হবে। সই হবে। সেটা নিয়েই আমরা ফিরব। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ বলেন, আমরা ওখানে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে কথা বলব। কোনওরকম নেগোশিয়েশনের জায়গায় আমরা থাকব না। আমরা যদি মনে করি আলোচনা সদর্থক নয়, ফিরে এসে জিবি করে বাকিটা জানাব। আমরা ওখানে কোনও কর্মবিরতি বা আন্দোলনসংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে আসব না।
দেখুন ভিডিও