পশ্চিম মেদিনীপুর: কলকাতা থেকে কেশপুরে (Keshpur) এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন আরজিকরের (RG Kar Hospital) জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ১১ নম্বর অঞ্চলের কানাখালি গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়েই রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা। বন্যা হওয়ার কারণে রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে এখনও। গৃহবন্দী রয়েছেন অনেক মানুষ। সেই গৃহবন্দী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিকের সদস্যরা। পাশাপাশি শুকনো খাবার সহ চাল, ডাল তুলে দেন গৃহবন্দী মানুষদের হাতে। আরজিকর থেকে আসা প্রতিবাদী জুনিয়র ডাক্তারবাবুরা বাড়ি বাড়ি গিয়ে বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নানারকম সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দেন। সঙ্গে নিয়ে আসা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে বিলিয়ে দেন। ২০-২৫ জনের জুনিয়র ডাক্তারদের টিম কেশপুরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করলেন।
তাঁরা জানান, শুধুমাত্র কলকাতা থেকে আন্দোলন করা নয়, মানুষের পাশে থাকাটাও একটা কাজ। অভয়ার বিচার চেয়ে যখন আমরা কলকাতার রাজপথে আন্দোলন করছি, সেই সময় সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা বন্যা কবলিত এলাকার মানুষের পাশে এসে দাঁড়ালাম। পাশাপাশি বন্যা পরবর্তী সময়ে যে সমস্ত জলবাহিত রোগগুলি মানুষের শরীর আক্রমণ করে তা থেকে সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দিলেন ডাক্তারবাবুরা।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে পুজোর আগেই আসছে টন টন ইলিশ
আরও খবর দেখুন