কলকাতা: ৫ দফার দাবিতে অনড় আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest RG kar )। খোলা আকাশের নীচে বৃষ্টি মাথা নিয়ে টানা ৬ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে ধকনায় বসে রয়েছেন ডাক্তাররা। রবিবার মহামিছিলের ডাক দিয়ে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। ‘আর্জি নয়, দাবি কর’ ব্যানার নিয়ে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করেন তারা। মঙ্গলবার আরজি কর মামলার শুনানি রয়েছে। তার ৪৮ ঘণ্টা আগেই মহামিছিলের ডাক দিয়ে পথে জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি আরজি করের (RG Kar Case) বিচার চেয়ে শহরের দিকে দিকে মিছিল। রবিবার প্রতিবাদে পথে নামলেন নার্সরা (Nurses Protest RG Kar Case)। করুণাময়ী থেকে মিছিল শুরু করেন নার্সরা। পথে নামে ক্যালকাটা গার্লসের (Calcutta Girls School) প্রাক্তনীরা। এদিন যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল।
শনিবারও কালীঘাটে নিজের বাড়িতে আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেস্তে গিয়েছে। সেই লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত মমতার সঙ্গে বৈঠক না করেই ধরনা মঞ্চে ফেরেন চিকিৎসকরা। শনিবারের পর রবিবার ৫ দফা দাবি নিয়ে করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মহামিছিল করেন জুনিয়র ডাক্তাররা। বৃষ্টি মাথায় নিয়েই করুণাময়ী থেকে মহামিছিল জুনিয়র ডাক্তারদের। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন নার্স, অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং কর্মস্থলে নিরাপত্তা চেয়ে মিছিলের ডাক দিয়েছিলেন নার্সরা।
আরও পড়ুন: তথ্যপ্রমাণ লোপাটে ৭ বছরের সাজা, টার্গেট কি বিনীত?
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরাও মিছিলের ডাক দিয়ে এদিন পথে নেমেছিলেন। ‘মুক্ত করো ভয়’ স্লোগান তুলে মিছিলের ডাক দিয়ে পথে নামেন তারা। এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৩০টি স্কুল। ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল। অংশ নেন হেয়ার স্কুল, হিন্দু স্কুল, মিত্র ইনস্টিটিউটের মতো স্কুলগুলির প্রাক্তনীরাও।
অন্য খবর দেখুন