কলকাতা: দীর্ঘ ১১দিন পর ধরনা প্রত্যাহার (Junior Doctors Lifted Strike)করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctors Protest)। সিবিআইয়ের উপর চাপ বাড়াতে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন মিছিল থেকে বারাবার স্লোগান উঠল ‘জবাব দাও সিবিআই’। এই মিছিলের পরই কর্মবিরতি তুলে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তারর। এদিনের মিছিলে ডাক্তারদের দেখে এটা পরিষ্কার তাদের আন্দোলন জারি থাকবে। সেই সঙ্গে তারা রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন। তাদের সব দাবি না মিটলে ফের তাঁরা কর্মবিরতি অবস্থানে ফিরবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনশনে বসলেন, কিন্তু কেন?
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার পথে নামল নাগরিক সমাজ। বিচারের দাবিতে মিছিলে পা মেলালেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করেন নাগরিক সমাজ। এদিন স্বাস্থ্যভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলে শোনা গেল ‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই’।আরও শোনা গেল – ‘সন্দীপ ঘোষ কার ভাই? সিবিআই সিবিআই।’ যা বিগত কয়েকদিনের স্লোগেনের থেকেও একদম আলাদা। রাজ্যে সরকার তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়ার পর আন্দোলনকারীদের নিশানায় এখন সিবিআই।
দেখুন ভিডিও