কলকাতা: মহালয়াতে ডাক্তারদের মহামিছিল (Junior Doctor’s Rally) থেকে উঠল বিচারের দাবি। মঙ্গলবার থেকেই ফের কর্মবিরতিতে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। রাজ্য সরকারের কাছে নতুন করে ১০ দফা দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। নির্যাতিতার বিচারের দাবিতে এবং ‘ভয়ের রাজনীতি’র প্রতিবাদে দুপুরে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়ে পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকা এই মিছিলে শামিল হয়েছেন বহু সাধারণ মানুষও। কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হবে। ধর্মতলায় গিয়ে শেষ হবে এই কর্মসূচি।
আরও পড়ুন: দেবীপক্ষের সূচনায় বিচারের দাবিতে ভোর দখলে সাধারণ মানুষ
পরস্পরের হাত ধরে মানববন্ধন তৈরি করে জুনিয়র ডাক্তারদের মিছিল ধর্মতলার দিকে এগোচ্ছে। মিছিলে শোনা গেল ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘জাস্টিস ফর আরজি কর’-এর পাশাপাশি সিবিআইয়ের উদ্দেশ্যেও ভেসে এল কটাক্ষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্লোগান উঠল, ‘আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই!’ মিছিলে অংশ নিয়েছেন সাধারণ মানুষও।
অন্য খবর দেখুন