কলকাতা: পূর্বঘোষণা মতোই জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest) শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশনে বসলেন। ধর্মতলায় তার জন্য নিজেরাই মঞ্চ বানিয়েছেন। বিভিন্ন মেডিক্যাল কলেজের মোট ছয়জন জুনিয়র ডাক্তার অনশন শুরু করেছেন। কিন্তু অনশনকারীদের তালিকায় আর জি কর হাসপাতালের (RG Kar Hospital Incident) কোনও চিকিৎসকের নাম নেই। যে আর জি কর হাসপাতালের তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের এই অনশন কর্মসূচি, সেই হাসপাতালের কোনও চিকিৎসক কেন অনশনে বসলেন না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আর জি করের যে পরিচিত মুখগুলিকে এতদিন আন্দোলনের পুরোভাগে দেখা যেত, তাঁদের কাউকে এদিন অনশন মঞ্চের ধারে পাশে দেখা যায়নি। কিঞ্জল নন্দ, অনিকেত মাহাত প্রমুখকে কেন দেখা গেল না, কেন তাঁরাও অনশনে শামিল হলেন না, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। অনশনে আর জি করের জুনিয়র ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে আন্দোলনকারীরা কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
আরও পড়ুন: আরজি কর মেডিক্যাল থেকে বহিষ্কৃত ১০ চিকিৎসক
এদিন পুলিশ জুনিয়র ডাক্তারদের মঞ্চ করার অনুমতি দেয়নি। তবু তাঁরা ধর্মতলায় মঞ্চ করেছেন। মঞ্চ তৈরি করতে তাঁদের পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় ডাক্তারদের সঙ্গে পুলিশ অফিসারদের তর্কাতর্কি হয়। পুলিশের বিরুদ্ধে স্লোগান ওঠে। এদিনই পুলিশ বেআইনি জমায়েত করার অভিযোগে অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর করেছে। রাতে অনেক সিনিয়র ডাক্তার মঞ্চে এসে পাশে থাকার আশ্বাস দেন। টলিপাড়ার কয়েকজন অভিনেতাকেও দেখা যায়। অভিনেত্রী দেবলীনা দত্ত বলেন, আমি প্রশাসনের কর্তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, দয়া করে এই ছয়জনকে ডেকে নিন। ওদের অনশন থেকে ওঠানোর ব্যবস্থা করুন।
অন্য খবর দেখুন