কলকাতা: সাত-আটের দশকে তরুণদের ক্রাশ ছিলেন অভিনেত্রী জিনাত আমান (Zeenat Aman)। তাঁর গ্ল্যাম লুক ঝড় তুলে ছিল পুরুষ হৃদয়। দর্শকদের একের পর এক হিট ছবি, জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। আর এত বছর পরও আজও তাঁর গ্ল্যামারেশ লুকের কাছে হার মেনেছে বয়স। ভারতীয় সিনেমায় ফ্যাশন আইকল জিনাত আমান। সম্প্রতি গোয়াতে ফোট শুটে চমক দিলেন অভিনেত্রী। সেই সব ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে , জেব্রা-প্রিন্টের শাড়ি পড়ে তিনি পোজ দিয়েছেন। তার কমনীয়তা সৌন্দর্য ফুটে উঠেছে। ছবির নিজে ক্যাপশানে তিনি নিজেকে ‘বার্ড-অফ-প্যারাডাইস’বলে সমন্ধন করেছেন। ক্যাপশনে লিখেছেন, “শুধু আমাকে একটি বার্ড-অফ-প্যারাডাইস বলুন। জন্মগতভাবে সাবলীল এবং ডানা মেলার জন্য সর্বদা প্রস্তুত…
View this post on Instagram
অন্য খবর দেখুন