কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Case) পর্ষদের সভাপতি গৌতম পালকে দ্রুত জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, জিজ্ঞাসাবাদ করতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। এদিন সন্ধ্যা ৬ টায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে সিবিআইয়ের নিজাম প্যালেস অফিসে হাজির হতে হবে। পর্ষদের সেক্রেটারিকে ও জেরা করতে হবে সিবিআইকে।
আরও পড়ুন: প্রধান নির্বাচন বাতিল, ছ’সপ্তাহের মধ্যে নতুন নির্বাচনের নির্দেশ আদালতের
বুধবার হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত রিপোর্ট জমা দেয় সিবিআই। পর্ষদের বর্তমান সভাপতি সহ অন্য আধিকারিকরা নতুন প্রিন্ট করা নথিকে ডিজিটাইজ কপি বলে দাবি করছেন। আদালতের পর্যবেক্ষণ, এই অবস্থায় এখনই সিবিআইকে সভাপতি গৌতম পাল ও সেক্রেটারি পার্থ কর্মকারকে বুধবার জেরা শুরু করতে হবে। আগামী ১৮ ডিসেম্বর ফের এই মামলা শুনবে আদালত। সিবিআই কোন করলে গোটা নিয়োগ দুর্নীতিতে পর্ষদের যে কোনো অফিসারকে জেরার জন্য ডাকতে পারবে। তারা সহযোগিতা না করলে তাদের হেফাজতে নেওয়ার সব রকম স্বাধীনতা থাকবে সিবিআইয়ের।
আরও অন্য খবর দেখুন