কলকাতা: জাল ভ্যাকসিন মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। এবার তাঁর দায়ের করা মামলা শোনার ইঙ্গিত দিলেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দেবাঞ্জনের অভিযোগ, কলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করেছে। তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালীর নাম এই মামলার সঙ্গে জড়িয়ে পড়ত। কিন্তু কলকাতা পুলিশ তাঁদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে, বলে তাঁর অভিযোগ করেন তিনি। সেই কারণে তিনি গত বছর কলকাতা হাইকোর্টে মামলা করে জাল ভ্যাকসিন মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন করেন। আগামী সপ্তাহে ফের এই মামলার বিষয়টি মেনশন করার নির্দেশ দেন বিচারপতি ঘোষ।
আরও পড়ুন: রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে ওটিপি ভিত্তিক অনলাইন অ্যাপ
প্রসঙ্গত, ভুয়ো আইএএস অফিসার তথা কলকাতা পুরসভার অতিরিক্ত কমিশনারের মিথ্যে পরিচয়ে শহরের কসবা এলাকায় একাধিক শিবির করে করোনা ভ্যাকসিন দেওয়ার অভিযোগে ২০২১ সালের ২৪ জুন দেবাঞ্জন দেবকে গ্রেফতার করে পুলিশ। যাদবপুরের তৎকালীন সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশে দেবাঞ্জন এবং তাঁর খুড়তুতো ভাই সহ আরও ৮ জনের বিরুদ্ধে কসবা সহ মোট ১১টি থানায় মামলা দায়ের করা হয়। ওই ঘটনার জেরে প্রায় ৩ বছর জেলে ছিলেন দেবাঞ্জন। সম্প্রতি তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। তারপরই তিনি ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন এটাই দেখার বিষয়, আদালত এই মামলায় কী মত পোষণ করে।
দেখুন আরও খবর: