ওয়েব ডেস্ক: হিংসার আগুনে পুড়ছে মন্ট্রিয়ল। সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই দেশের প্রধানমন্ত্রীর। তিনি ব্যস্ত টেলর সুইফটের কনসার্ট নিয়ে। দর্শকদের মাঝে দাঁড়িয়ে দিব্যি গানের তালে কোমর দুলিয়ে চলেছেন কানাডিয়ান প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও। ভাইরাল ভিডিও দেখে সরব নিন্দুকেরা।
আরও পড়ুন: রাশিয়ার ক্ষেপণাস্ত্রেই ঝলসে চলেছে ইজরায়েল? বড় তথ্য ফাঁস
এই মুহূর্তে টালমাটাল ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। দুই দেশের মধ্যে চলছে টানাপড়েন। এরই মাঝে মন্ট্রিয়লে প্যালেস্টাইনের পতাকা নিয়ে ন্যাটো-বিরোধী পদযাত্রাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে স্মোক-বোমাও ছুড়তে হয়েছে বলে খবর। টরন্টোতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। হিংসার অভিযোগে গ্রেফতার একাধিক।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভাইরাল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাচের ভিডিও। শোনা গিয়েছে, শনিবার রাতে টরোন্টোর রজার্স সেন্টারে টেলর সুইফ্টের এই কনসার্ট ছিল। সব টিকিট আগাম বিক্রি হয়ে গিয়েছিল। দর্শক আসনে কোথাও ফাঁক ছিল না। তারই মাঝে ছিলেন ট্রুডো। ডার্ক শার্ট ও জিনস পরে গ্র্যামিজয়ী শিল্পীর বিখ্যাত গান ‘ইউ ডোন্ট ওন মি’র ছন্দে দুহাত তুলে নাচছিলেন কানাডার প্রধানমন্ত্রী।
দেখুন আরও খবর: