নয়াদিল্লি: নির্ভয়া থেকে কোনও শিক্ষাই নেওয়া হয়নি। নাবালক (Minor) অভিযুক্তদের (Accused) এখনও যথেষ্ট নরম (Soft) ভাবে দেখা হচ্ছে। অভিযোগ মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhyapradesh High Court)। দেশের সাংবিধানিক আদালতগুলি বারংবার নাবালকদের জন্য কঠোর আইন আনার পক্ষে অভিমত দিয়েছে। কিন্তু আইনসভা এখনও সেই মতো পদক্ষেপ করেনি। মন্তব্য বিচারপতির সুবোধ অভয়ঙ্করের।
ভয়ংকর, অবিশ্বাস্য সব অপরাধ করার পরেও নাবালকদের প্রতি দেশের আইন এখনও যথেষ্ট নরম। ২০১২ সালে নির্ভয়া গণধর্ষণের মতো ভয়ংকর ঘটনা ঘটে যাওয়ার পর এক দশক কেটে গেলেও আইনি পরিস্থিতি আগের মতোই। উদ্বেগ সহ অভিমত আদালতের।
আরও পড়ুন: ভারতীয় সাংবাদিককে আমেরিকায় কংগ্রেসের হেনস্তা, কটাক্ষ মোদির
চার বছরের এক নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তের সাজা বহাল রেখে অভিমত আদালতের। সাজা ঘোষিত হলেও ২০১৯ থেকে ধর্ষক বেপাত্তা। অন্যদিকে সাজা কমানোর জন্য তার পিতার আবেদন।
আরও খবর দেখুন