কলকাতা: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ফুলবাগানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কিছুদিন শ্বাসযন্ত্রের সমস্যার জন্য হাসপাতালে চিকিৎসা চলছে। রেশন দুর্নীতির মামলায় (Ration Scam Case) অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে ভর্তি করার কথা শুনানির সময় আদালাতে জানানো হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি বিষয়টি ইডিকে আগে থেকে অবগত না করায় অসন্তোষ প্রকাশ করে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন: ফের কেষ্ট-কাজল দ্বন্দ্ব, পঞ্চায়েত অফিস ছেড়ে পালালেন উপপ্রধান
গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করেছিল ইডি। গ্রেফতাররির পর থেকে রক্তচাপের সমস্যা, কখনও বুকে ব্যথা অনুভব হওয়া থেকে নানান শারীরিক সমস্যা দেখা দেয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর। বেশ কয়েক বার তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। বৃহস্পতিবার রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে সওয়াল করেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। জামিনে আপত্তি জানায় ইডি। জামিনের বিরোধীতা করে লিখিত জবাবও দিয়েছে তদন্তকারী সংস্থা। এ বিষয় কিছুটা সময় চেয়ে নিয়েছে জ্যোতিপ্রিয়র আইনজীবী। এই মামলার পরবর্তী শুনানি ২০ নভেম্বর।
অন্য খবর দেখুন