কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিককে (Jyotipriya Mallick) ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল বিশেষ ইডি আদালত। তবে ইডি জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবে বলে আদালত জানিয়ে দিয়েছে বৃহস্পতিবার। এদিন অবশ্য বালুর আইনজীবীরা জামিনের আবেদন জানাননি। তাঁরা জেলের মধ্যে বর্তমান বনমন্ত্রী বালুর জন্য একটি খাট এবং টেবিলের ব্যবস্থা করার আর্জি জানান আদালতের কাছে।
এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীকে সশরীর আদালতে হাজির করানো হয়নি। তবে তিনি ভার্চুয়াল শুনানিতে হাজির ছিলেন। বালু বলেন, আমার হাই ব্লাড সুগার রয়েছে। ডান পায়ে খুব ব্যথা। কোনও বিচারক বলেন, আপনি নিজে একজন আইনজীবী। আপনি তো জেল এবং আদালতের নিয়মকানুন জানেন। বালুর আইনজীবী বলেন, আমরা আজ জামিনের আবেদন করিনি। কিন্তু আপনি যদি তাঁর শরীরের অবস্থাটা দেখেন। কিডনির সমস্যা রয়েছে।
আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে মামলাদায়েরের অনুমতি আদালতের
ইডির আইনজীবী জানান, জেল হাসপাতাল মন্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটি রিপোর্ট দিয়েছে। সেখানে মন্ত্রীকে আনফিট বলা হয়েছে। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে, এমন কথা বলা হয়নি। দুই তরফের শুনানি শেষে বিচারক কিছুক্ষণের জন্য রায়দান স্থগিত রাখেন। পরে তিনি ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বনমন্ত্রীকে। চারদিনের জেল হেফাজতের মেয়াদ শেষে এদিন তাঁকে আদালতে হাজির করানোর কথা ছিল। কিন্তু শরীর খারাপের জন্য তাঁকে সশরীর হাজির করানো হয়নি।
চারদিন আগে আদালতে বালু বলেছিলেন, আমি আর বাঁচব না। ইডির হেফাজত শেষে আদালত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিলে বালু বলেন, আমি ইডির হাত থেকে মুক্ত। আমি নির্দোষ। গ্রেফতার হওয়ার পর দশদিন ইডি হেফাজতের নির্দেশ হওয়ার পর তিনি বলেন, ইডি বুঝতে পেরে গিয়েছে আমার কোনও দোষ নেই। আমি মুক্তি পেয়ে যাব।
আরও অন্য খবর দেখুন