পুরোনো বলিউডি (Bollywood) সিনেমাগুলি যেন এভারগ্রিন। সেই পুরোনো জুটিগুলির মধ্যেই যেন রয়ে গিয়েছে নষ্টালজিয়া। আর সেই জুটি যদি বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) ও প্রীতি জিন্টা হয় তাহলে তো কথাই নেই! মনে পড়ে ২১ বছর আগের এক প্রেমিকের গল্প যা শুনিয়েছিলেন পরিচালক করণ জোহর? ছবির নাম ছিল ‘কাল হো না হো’ (Kal Ho Na HO)। শাহরুখ, প্রীতি জিন্টা ও সইফ আলির ত্রিকোণ প্রেমের গল্প দর্শক মন জয় করে নিয়েছিল।
আরও পড়ুন: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র, পড়ে রইল বাঞ্ছারামের সাধের বাগান
নব্বইয়ের দশকে শাহরুখ-প্রীতির রসায়ন থেকে চোখ ফিরত না সিনেপ্রেমীদের। ২১ বছর আগের সেই ত্রিকোণ প্রেমের গল্পের আরও একবার বড়পর্দায় দেখতে পাবেন দর্শক। ফের মুক্তি পেতে চলেছে ‘কাল হো না হো!’ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর পিভিআর ও আইনক্সে। ২০০৩ সালে মুক্তি পায় এই সিনেমা। আর তখনই বক্স অফিসে হিট হয়েছিল এই সিনেমা। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
দেখুন আরও খবর: