কলকাতা: উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে বাংলায়। এবার ধীরে ধীরে পারদ পতন হচ্ছে রাজ্যে। কালীপুজোর ( Kali Puja Weather) আগেই শীতের আগমন জেলায় জেলায়। আর উত্তরের হাওয়ার হাত ধরেই জেলায় জেলায় শীতের ( Winter Update ) মিঠে আমেজ উপভোগ করতে শুরু করেছে জেলাবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছুটা পারদ নামবে। শীতের আমেজ ফিরছে রাজ্যে। ২ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে।
কলকাতায় বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রিতে নামবে তাপমাত্রা (Temperature)। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। সপ্তাহের মাঝামাঝি শীতের আমেজ বেশি অনূভূত হবে। কলকাতায় পরিষ্কার আকাশ। কলকাতার তাপমাত্রা ভাইফোঁটা পর্যন্ত সর্বনিম্ন ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল এবং সন্ধ্যাতে শীতের আমেজ কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২১ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাতের কোথাও কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডির তলব
বঙ্গবাসী কালীপুজোতে শীতের আমেজ ভালভাবেই উপভোগ করবে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাব বজায় থাকবে। জেলায় জেলায় পরিষ্কার আকাশই থাকবে মূলত। আগামী কয়েকদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকবে। বাঁকুড়া , পুরুলিয়া , পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টি হবে না জানিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে আগামী পাঁচদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী কয়েকদিনে রাতের পারদ নামতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে,দার্জিলিঙে ইতিমধ্যেই সর্বনিম্ন পারদ ১০ ডিগ্রির নীচে নেমেছে। আগামী কয়েকদিনে উত্তরের রাতের পারদ ২ ডিগ্রি সেলসিয়াস নামবে।
আরও অন্য খবর দেখুন