
ঝাড়গ্রাম: ভুতুড়ে ভোটার ধরতে ঝাড়গ্রাম (Jhargram) পৌরসভার ১৬ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সোরেন। ভুতুড়ে ভোটারদের নিয়ে সরব হওয়ার পর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ভুতুড়ে ভোটার ধরতে পথে নামল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: বাজারে জাল ওষুধের রমরমা
এদিন ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন। ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা সহ অন্যান্য নেতৃত্বরা।
জানা গেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার ইস্যু নিয়ে সরব হন এবং দলের কর্মীদের দ্রুত এই ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন।
দেখুন আরও খবর: