skip to content
Friday, January 17, 2025
HomeScrollবোল্ড লুকে কল্কি
Kalki Koechlin

বোল্ড লুকে কল্কি

সবুজ লেহেঙ্গা চলিতে প্যাপারাজিদের ক্যামেরায় বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী

Follow Us :

বিয়ের পিড়িতে বসছেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ। আর সেই বিয়ের অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় বলি অভিনেত্রী কল্কি কোয়েচলিন। অপরুপা হয়ে ধরা দেন তিনি সেই অনুষ্ঠানে।

আরও পড়ুন: ১০০০ কোটি ক্লাবে পুষ্পা ২ 

সবুজ লেহেঙ্গা চলিতে প্যাপারাজিদের ক্যামেরায় বোল্ড লুকে ধরা দেন অভিনেত্রী। যদিও পরনে ছিলনা লেহেঙ্গা চলির চলি। বরং ডিপ কাট ব্লাউজে ক্লিভেজ শো করে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। সঙ্গে মাথায় করেছিলেন বান। যাতে সাদা ফুল গুঁজেছিলেন তিনি। তবে পুরো সাজকে কমপ্লিট করার জন্য বেশি মেকআপ নেন নি অভিনেত্রী। বরং হালকা মেকআপ রেখেছিলেন। ঝোলা দুল পড়েছিলেন তিনি। এবং ঠটে নুড কালারের লিপস্টিক। প্যাপারাজিদের সামনে হাসি মুখে ছবি তুললেন তিনি। 

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular