skip to content
Wednesday, November 13, 2024
HomeScrollওয়াকফ বোর্ডের সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম অভিজিৎ-কল্যাণ
Kalyan Banerjee

ওয়াকফ বোর্ডের সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম অভিজিৎ-কল্যাণ

ওয়াকফ বোর্ডের বৈঠকে ধুন্ধুমার, কাচের বোতল ভেঙে হাত কাটলেন কল্যাণ

Follow Us :

কলকাতা: যৌথ সংসদীয় কমিটির বৈঠকে তুলকালাম। মঙ্গলবার বৈঠকে ওয়াকফ বিল (Waqf Meet) নিয়ে আলোচনার সময় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Abhijit Gangopadhyay) সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। শুধু বাগ্‌বিতণ্ডায় সীমাবদ্ধ থাকেনি বৈঠক। অশান্তি এমন জায়গায় পৌঁচ্ছে যায় যে নিজেই কাচের বোতল ভাঙেন ও তাতেই আহত হন তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে অসংসদীয় ভাষা প্রয়োগের জন্য় কল্যাণকে এক দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। এনিয়ে ভিডিও ভাইরাল হয়েছে।

বৈঠক শেষে দেখা গিয়েছে আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) হাত ধরে বাইরে নিয়ে আসছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তৃণমূল সাংসদের সঙ্গে দেখা গিয়েছে আম আদমি পার্টি (আপ)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহকেও। সূত্রের খবর, কল্যাণ হাতে ছ’টি সেলাই দিতে হয়েছে। সূত্রের খবর, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বাদানুবাদের সময় একটি কাচের জলের বোতল তুলে টেবিলে জোরে আছাড় দেন কল্যাণ। আর তাতেই ঘটে বিপত্তি। ভাঙা কাচের বোতলে নিজেই আহত হন। তাঁর ডানহাতের বুড়া আঙুল ও তর্জনিতে আঘাত লাগে। বিজেপি সাংসদদের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভাঙা বোতলটি চেয়ারম্যান জগদম্বিকা পালের দিকে ছুড়ে দেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তাঁকে কমিটি থেক বরখাস্ত করার প্রস্তাব দেন। ৯ নয় সাংসদ কল্যানকে বরখাস্ত করার পক্ষে ভোট দেন, ৮ জন বিপক্ষে।

আরও পড়ুন: চিকিৎসকদের সাসপেনশন স্থগিত রাখল হাইকোর্ট

প্রসঙ্গত, গত ৮অগাস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু। ওই বিলটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে, তেমনই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত করবে বলে মনে করছে বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি, আপ, মিম-সহ প্রায় সব ক’টি বিরোধী দলের বক্তব্য হল, ওই বিল সংবিধান-বিরোধী।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular