কলকাতা: আরজি করে (RG Kar Hospital) অভয়ার মৃত্যুর ঘটনায় অনেকেই উৎসবে নেই বলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছিলেন। উৎসব অর্থনীতির উৎস তাই উৎসবে ফেরার কথা তৃণমূলের তরফ থেকে বারবার বলা হয়েছিল। তৃণমূলের প্রথম সারির নেতারা মাঠে, ময়দানে নেমে উৎসবে ফেরার চেষ্টা করেছেন। এবার হুগলিতে দুর্গাপুজোর কার্নিভালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাচের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলা ঢাকিদের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন তিনি। শঙ্খের ধ্বনির সঙ্গে, সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানও পরিবেশন করা হল। ওই অনুষ্ঠানে ছিলেন হুগলির জেলাশাসক ও চন্দননগরের পুলিশ কমিশনারও।
উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন অভিনেত্রী এবং চিত্রপরিচালক অপর্ণা সেন। সরকারপক্ষকে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার আবেদন জানান। সেই প্রেক্ষিতে অভিনেত্রীকে কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ মন্তব্য করেন, অপর্ণামাসিরা মনে করে তারাই মমতাকে গদিতে বসিয়েছেন। মমতার কোনও দাম নেই। জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কল্যাণের দাবি ছিল, তাঁদের ভুলপথে চালিত করা হচ্ছে।
আরও পড়ুন: পুজো কার্নিভালে বিরক্ত করা নয়, নির্দেশ হাইকোর্টের
দেখুন অন্য খবর: