কলকাতা: অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। রাজ্যপালকে (Governor) চিঠি লিখলেন ছাত্রী। ঘটনায় শোরগোল পড়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University)। অভিযোগ, ধর্ষণের অভিযোগ করার পরেও পুলিশ পদক্ষেপ করেনি। নির্যাতিতার আঙুল যে অধ্যাপকের অধীনে তিনি গবেষণা করেছেন তাঁর দিকে। তবে এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপকের বক্তব্য, দুবছরের পুরনো অভিযোগকে আবার সুযোগ বুঝে ভাসিয়ে দিচ্ছেন ওই ছাত্রী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে এই ঘটনায় শোরগোল পড়েছে।
কল্যাণী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২০২২ সালে কল্যাণী থানায় অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক ছাত্রী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। ছাত্রীর দাবি, তাঁর অভিযোগকে কোনও গুরুত্ব দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ। বরং এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত অধ্যাপকের পদোন্নতি হয়েছে। নতুন করে সাহস পেয়ে আবার অভিযোগ করছি।
আরও পড়ুন: ইউক্রেন সফর করলেন প্রধানমন্ত্রী
আরও খবর দেখুন