নিউইয়র্ক: আমেরিকার (US) প্রেসিডেন্ট (President) নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা হ্যারিসের (Kamala Harris) জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আগেই জনমত সমীক্ষায় উঠে এসেছে জনপ্রিয়তার নিরিখে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। এবার নির্বাচনী প্রচারের জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রেও বিপুল সাড়া পেলেন তিনি। বলা হচ্ছে, আমেরিকার ইতিহাসে যা হয়নি। স্বাভাবিকভাবেই উজ্জীবিত ডেমোক্র্যাট শিবির। ভারতীয় বংশোদ্ভূত কমলাকে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে দেখতে স্বপ্ন দেখতে শুরু করেছেন ডেমোক্র্যাটরা।
ডেমোক্র্যাটিক পার্টির তরফে জানানো হয়েছে, নির্বাচনী প্রচার তহবিলের জন্য গত এক মাসে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৫৩২ কোটি টাকা সংগ্রহ হয়েছে। এই ধারা বজায় থাকলে আগামী ৫ নভেম্বর ভোটে কমলার জয়ের সম্ভাবনা উজ্বল বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্ত হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণার পর থেকে বাড়ছে জন সমর্থন।
আরও পড়ুন: অরবিন্দ কেজরিওয়ালের হাজতবাসের মেয়াদ বাড়ল
আরও খবর দেখুন