নয়াদিল্লি: রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) টেক্কা দিলেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস (Kamala Harris)। জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, আমেরিকার (USA) তিনটি গুরুত্বপূর্ণ প্রদেশে জনপ্রিয়তায় কমলা পিছনে ফেলে দিয়েছেন ট্রাম্পকে। ৫ থেকে ৯ অগাস্ট পর্যন্ত চলা ওই সমীক্ষায় দেখা গিয়েছে, ট্রাম্পের থেকে ৪ শতাংশ বেশি জনমত রয়েছে হ্যারিসের। উইসকনসিন, পেনসিলভেনিয়া, মিশিগানে ওই সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় ওই তিন প্রদেশে কমলার এগিয়ে থাকাকে ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক বলে মনে করছেন আমেরিকার রাজনীতিকরা।
জো বাইডেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকার সময় নানা অনুষ্ঠানে তাঁর বিভ্রান্তিমূলক কথার জেরে বিপদ বাড়ছিল ডেমোক্র্যাটদের। ট্রাম্পের উপর হামলা হওয়ার পরে রাজনৈতিক বিশ্লেষকরা ট্রাম্পের পাল্লা ভারী বলছিলেন। সেই নিরিখে কমলার এই জনপ্রিয়তা আত্মবিশ্বাস বাড়িয়েছে ডেমোক্র্যাট শিবিরে। উল্লেখ্য, জো বাইডেন সরে দাঁড়ানোর পরে কমলা হ্যারিসের নাম ঘোষণা হয় ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে। তিন মাস পরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন।
আরও পড়ুন: ৫ জনের চিকিৎসকদের কমিটিকে ময়নাতদন্তের রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ দেখানো হবে, জানাল পুলিশ
আরও খবর দেখুন