কলকাতা: দীপাবলিতে কাঞ্চন-শ্রীময়ীর ঘরে লক্ষ্মী এল। মা হলেন শ্রীময়ী চট্টোরাজ (Sreemoyee Chattoraj)। আলোর উৎসবে তারকা দম্পতির কোল আলো করে এল কন্যা সন্তান। মা ও মেয়ে সুস্থ আছে, জানিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)।
আরও পড়ুন: আর একটি বছর, তারপরেই–শাহরুখ কি আদৌ ‘সিনিয়র সিটিজেন’ হবেন?
বিয়ের ৯ মাসের মাথায় শ্রীময়ীর কোল আলো করে এল কন্যা সন্তান। শনিবার সন্ধ্যায় পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন শ্রীময়ী। খুশিতে আত্মহারা কাঞ্চন। অভিনেতা বলেন, শ্রীময়ীকে খবরটা জানাতে বারণ করেছিলাম। ভেবেছিলাম মা আর বাচ্চা সুস্থ হওয়ার পর আমি নিজেই মিডিয়াকে খবরটা দেব। জানি না কোথা থেকে খবরটা ফাঁস হয়ে গিয়েছিল। আমার ঘরে লক্ষ্মী এসেছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে’। শ্রীময়ী আরও বলেন, ‘‘কাঞ্চন আমার সঙ্গে ছিল। সারা ক্ষণ পাশে বসে গল্প করেছে। আমার মা-বাবা খুব খুশি।
অন্য খবর দেখুন