বহরমপুর: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কান্দির (Kandi) বিজেপি (BJP) নেতা। পুলিশ (Police) সূত্রে খবর, নির্যাতিতা কান্দি শহর এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামীকে মারধর, গালাগালি করেছিলেন ওই বিজেপি নেতা। প্রতিবাদ করায় তাঁর শ্লীলতাহানি করেন ওই ব্যক্তি।
বধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা। মুর্শিদাবাদের কান্দির ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সোমবার অভিযুক্তকে কান্দি মহকুমা আদালতে হাজির করিয়েছিল কান্দি থানার পুলিশ। বিচারক বিজেপির ওই যুব মোর্চার নেতাকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও ধৃতের পরিবার দাবি করেছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি।
আরও পড়ুন: হরিয়ানায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে চাকরি মুখ্যমন্ত্রীর
ঘটনা প্রসঙ্গে কান্দি শহরের তৃণমূল সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, মহিলাদের অসম্মান করাই বিজেপির সংস্কৃতি। আরজি কর হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় যুক্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি।
আরও খবর দেখুন