কলকাতা: মধ্যরাতে কাঁকুড়গাছিতে (Kankurgachhi) পরপর পাঁচটি কারখানায় আগুন (Fire)। নেভানোর চেষ্টায় দমকলের ২০টি ইঞ্জিন। আগুন লেগে আতঙ্ক ছড়াল কাঁকুড়গাছির লোহাপট্টি এলাকায়। বুধবার রাত দেড়টা নাগাদ ওই ঘটনা ঘটে। কারখানাতে প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। জায়গাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
কারখানার ভিতরে থাকা কর্মীদের বাইরে বের করে নিয়ে আসেন স্থানীয়রা। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন আসে। পরে দুফায় ১৫টি ইঞ্জিন যায়। আতঙ্কে স্থানয়ী বাসিন্দারাও বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এই নিয়ে এই মাসে কলকাতায় দ্বিতীয়বার কলকাতায় কোনও কারখানায় আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে উল্টোডাঙায় প্লাইউডের গুদামে আগুন লেগেছিল।
আরও পড়ুন: মমতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য বিজেপি বিধায়কের
আরও খবর দেখুন