কলকাতা: নতুন শো নিয়ে আসছে করণ জোহর (Karan Johar)। করণ জোহর রিয়েলিটি শো দ্য ট্রেইটারস। The Traitors- একটি ডাচ শো। “The Traitors হল সবচেয়ে বেশি দেখা রিয়েলিটি সিরিজগুলির মধ্যে একটি, যার জনপ্রিয়তা সারা বিশ্বে।এই ডাচ শোয়ের অনুকরণে নতুন শো আনছেন করণ। এমি পুরস্কার বিজয়ী গ্লোবাল ফরম্যাটের ‘ দ্য ট্রেইটারস’ -এর অনুকরণে নতুন এই শো হোস্ট করবেন করণ। খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে আসবে এই শো। এই বছর 20 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে৷ এই ২০ জন প্রতিযোগী মধ্যে বিশ্বাসঘাতকদের খুঁজে বের করাই মূল লক্ষ্য। এই ইংরেজি সাবটাইটেল সহ হিন্দিতে OTT-তে প্রিমিয়ার হবে। এই শোতে যে জয়ী হবেন সে জ্যাকপট পাবেন। করণ জোহর বলেছেন, “’দ্য ট্রেইটারস’ হল সবচেয়ে বেশি দেখা রিয়েলিটি সিরিজগুলির মধ্যে একটি।
View this post on Instagram
অন্য খবর দেখুন