বলি অভিনেত্রী করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) কেরিয়ারের বৃহস্পতি আপাতত তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তেইশটা বছর। ফের বলিউডের (Bollywood) পিচে দাপুটে প্রত্যাবর্তন কাপুর-কন্যার। পর পর দুটি সিনেমায় ভিন্ন স্বাদের চরিত্রে ধরা দিয়ে সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বছর শেষের আগে পরিশ্রমের ফলও পেলেন হাতেনাতে! রবিবারসীয় সন্ধেয় বহুল প্রতীক্ষিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কৃত হয়েছেন করিনা। অভিনেত্রীর ব্ল্যাকলেডি হাতে ছবি দেখে মাথা ঘুরে গিয়েছে ভক্তদের। নজরকাড়া লুকে ভাইরাল করিনা। দেখে নিন ঝলকে…
আরও পড়ুন: ‘পুষ্পা ২’ মুক্তির আগেই বিপাকে অল্লু, দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে চঞ্চল্যকর অভিযোগ
বলিউডে বছর কুড়ি কাটিয়ে ফেললেও তেইশ সাল অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই করিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে খেলা ঘোরালো ‘জানে জান’। করিনার ঝুলিতে এসেছে ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এর মতো থ্রিলার সিনেমাও।
View this post on Instagram
সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন করিনা। দেখা যাচ্ছে, ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে ডিজাইনার সব্যসাচীর শাড়িতে সেজে উঠেছেন বেবো। সিলভার রঙা শাড়ির সঙ্গে ছিমছাম মেকআপ ও লাল টিপে নজর কেড়েছেন অভিনেত্রী। করিনার কমেন্ট বক্স জুড়ে ভক্তদের প্রশংসার ঢল। নয়া লুকে ভাইরাল নায়িকা।
দেখুন আরও খবর: