নয়াদিল্লি: ইলেকটোরাল বন্ড সংক্রান্ত মামলায় নির্মলা সীতারামনের বিরুদ্ধে তদন্তের নির্দেশে স্থগিতাদেশ কর্নাটক হাইকোর্টের।নির্বাচনী বন্ডের হাত ধরে তোলাবাজির একটি অভিযোগের জেরে বেঙ্গালুরুর ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে হওয়া এফ আই আর-এর ভিত্তিতে নির্মলা সহ অন্যান্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জারি হয়।
ফৌজদারি আইন অনুযায়ী অভিযোগকারী ভয়ার্ত পরিবেশের সম্মুখীন হলে এমন অভিযোগ দায়ের করা যায়। সেক্ষেত্রে যিনি পরিস্থিতির শিকার, তিনি অভিযোগ দায়ের করতে পারেন। এক্ষেত্রে কে এমন পরিস্থিতির শিকার, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ না এই বিষয়টি স্পষ্ট হচ্ছে, ততক্ষণ এমন অভিযোগে তদন্ত চালানো আইনের অপব্যবহার। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা আপত্তি জমা না হওয়া পর্যন্ত এমন তদন্ত হতে পারে না।হাইকোর্টে দাবি বিজেপির এক সদস্যের।
আরও পড়ুন: হিজবুল্লাহ ইজরায়েলকে জবাব দিতে তৈরি হচ্ছে, জানাল ইরান
উল্লেখ্য সীতারামন ছাড়াও জেপি নাড্ডা, নলিন কুমার কাতিল, কিছু ইডি অফিসার ও অন্যান্যদের বিরুদ্ধে হওয়া অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু সিটি পুলিশ গত সপ্তাহে এফআইআর দায়ের করে।
আরও খবর দেখুন