বেঙ্গালুরু: কর্ণাটকে নার্সিং কলেজে (Karnataka nursing college) পড়তে আসা জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) শিক্ষার্থীদের দাড়ি কেটে ফেলার নির্দেশ কর্তৃপক্ষের। শিক্ষাক্ষেত্রে এই ধরনের নির্দেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, এটি একটি সেবার পেশা। তাই সেই পেশার কথা চিন্তা করেই যাতে তাদের পরিষ্কার, পরিচ্ছন্ন দেখতে লাগে তাই এই নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, কর্ণাটকের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অনুমোদিত সরকারি নার্সিং কলেজটি হাসানের হোলেনরাসিপুরে অবস্থিত।
আরও পড়ুন:হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনুস সরকার! এবার কী হবে?
প্রধানমন্ত্রী স্পেশাল স্কলারশিপ (পিএমএসএস) পেয়ে জম্মু-কাশ্মীর থেকে ছাত্ররা কর্নাটকে পড়তে এসেছেন। এই ঘটনায় ওই শিক্ষার্থীরা জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানিয়েছে।
নথিভুক্ত ছাত্রদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ ‘বৈষম্যমূলক আচরণ করছে, তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হচ্ছে। তারা অ্যাসোসিয়েশনের কাছে একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন। তাদের বক্তব্য, কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নির্দেশিকা না মানলে ক্লিনিক্যাল কার্যক্রম থেকে তাদের অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে। ছাত্রদের যুক্তি, স্বেচ্ছাচারী এবং সাংস্কৃতিকভাবে সংবেদনশীলতায় আঘাত করা হচ্ছে। তাদের ভয়, কর্তৃপক্ষের নির্দেশ না মানলে এর প্রভাব পড়তে পারে তাদের পরীক্ষায়।
ছাত্রদের অনুরোধ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের আইনজীবী দেওয়া হোক। শিক্ষার্থীরা চিঠিতে লিখেছেন, কলেজ কর্তৃপক্ষকে তাদের উদ্বেগ জানানোর জন্য অ্যাসোসিয়েশনকে তারা বিষয়টি জানিয়েছেন। কলেজ প্রশাসনের কাছ থেকে কোনও প্রকার চাপ বা শাস্তিমূলক পদক্ষেপ ছাড়াই এই বিষয়টির সমাধান হবে তারা আশাবাদী।
দেখুন অন্য খবর”