শুক্রবার জীবনের আরও এক বসন্ত পার করে ফেললেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। বলিউডের (Bollywood) অন্যতম সফল তারকা তিনি। রীতিমতো চোখ বন্ধ করে টাকা লাগানো যায় এই বলি অভিনেতার ছবিতে।
তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার কমতি নেই। বারবার নাম জড়িয়েছে নানান সুন্দরীর সঙ্গে। তবে এবারের জন্মদিনটা কোনও সুন্দরীর সঙ্গে নয়। বরং প্রকৃতির সান্নিধ্যে কাটালেন নায়ক।
আরও পড়ুন: বিয়ের মাস ঘুরতেই সুখবর শোনালেন রূপসা
জন্মদিনে সমুদ্রে ডুব দিলেন কার্তিক। ইনস্টাগ্রামে সমুদ্রে সাঁতার কাটার একটি ভিডিও পোস্ট করেছেন ভুলভুলাইয়া ৩ তারকা। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ।’ দেখুন ভিডিও…
View this post on Instagram
দেখুন আরও খবর