কলকাতা: শুক্রবার বিগ ফ্রাইডে চমক এল। প্রকাশ পেল রোমহর্ষক ‘ভুলভুলাইয়া ৩’র (Bhool Bhulaiya 3) টিজার। টিজারেই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা বালন (Vidya Balan)। ‘রুহ বাবা’ অবতারে কার্তিক আরিয়ানও বেশ নজরকাড়া। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবিতে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের ভয়ঙ্কর রূপ দর্শকদের গায়ে কাঁটা ধরিয়েছিল। এবার গা ছমছমে ঝলকে নিয়ে প্রকাশ পেল ‘ভুলভুলাইয়া’-৩ এর নতুন টিজার।
আরও পড়ুন: বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। ছবিতেও মুখ্যভূমিকায় রইলেন কার্তিক আরিয়ান (Kartik Ariyaan)। এই ছবিতেও কার্তিককে দেখা যাবে ‘রুহ বাবা’ (Rooh Baba)-র চরিত্রে। নতুন সিক্যুয়েলে যে বিদ্যা আবারও বাজিমাত করতে চলেছেন, তার ঝলক মিলল টিজারেই। অভিশপ্ত অতীতকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলেছে একের পর এক ভৌতিক কাণ্ড। আর ঠিক সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের। এই ট্রেলার বেশ গা ছমছমে। ট্রেলারে শোনা গেল অরিজিৎ সিংহের কন্ঠে ‘আমি যে তোমার’ গানও।
KARTIK AARYAN – VIDYA BALAN – TRIPTII DIMRI: ‘BHOOL BHULAIYAA 3’ TEASER ARRIVES… Just one word: FANTASTIC… #RoohBaba and #Manjulika – the iconic characters – are back… Here’s #BhoolBhulaiyaa3Teaser.
Directed by #AneesBazmee, it stars #KartikAaryan, #VidyaBalan and… pic.twitter.com/CZXqc0Xu2N
— taran adarsh (@taran_adarsh) September 27, 2024
অন্য খবর দেখুন