পয়লা নভেম্বর মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) ছবি ‘ভুলভুলাইয়া ৩’ (Bhulbhulaiya 3)। গত কয়েকদিন ধরে ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা। দিন দিন মহিলা মহলে কার্তিকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। কার্তিকও মহিলা ভক্তদের প্রতি বেশি দরদি। সেলফি থেকে স্বাক্ষর ভক্তদের সব আবদার মেটান হাসিমুখে।কার্তিকের ছবি মুক্তির দিন অভিনেতা আসেন সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেখানে এক তরুণী অনুরাগিনীর জন্য একি করলেন অভিনেতা?
আরও পড়ুন: দীপাবলিতে প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ঋতাভরী
কী ঘটেছিল জানলে অবাক হবেন আপনিও। এক তরুণী দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন নিজের জন্মদিনের কেক কাটবেন কার্তিকের সঙ্গে সেই আশায়। তাঁকে ফেরাননী কার্তিক। মেয়েটির জন্মদিনে কেক কেটে তাঁকে নিজের হাতে করে খাইয়ে দেন। গাড়িতে ওঠার আগে তরুণীকে শুভেচ্ছা জানাতেও ভুললেন না বলিউডের হার্টথ্রব হিরো।
প্রসঙ্গত, গত বেশ কয়েক সপ্তাহ ধরে ঘুরে ঘুরে ছবির প্রচার করছেন কার্তিক। প্রতিবার তাঁর জন্য গলা ফাটিয়েছেন তাঁর মহিলা অনুরাগীরা। আট থেকে আশি সকলে পাগল সুদর্শন এই বলি অভিনেতার জন্য। সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন কার্তিক। কালীঘাট মন্দিরে পুজো দেন। গিয়েছিলেন শহরের একাধিক স্কুল, রেস্তোরাঁয়। সেখানেই এক মহিলা ভক্ত ছুটে আসেন কার্তিককে দেখে।প্ৰিয় নায়কের স্বাক্ষর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণী।
দেখুন আরও খবর: