কলকাতা: কসবায় (Kasba) তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। স্থানীয় দুই কাউন্সিলরের মধ্যে গণ্ডগোলের অভিযোগ। এক গোষ্ঠী গুলি চালাল অপর গোষ্ঠীকে লক্ষ্য করে। হল বোমাবাজি। ঘটনায় ১ মহিলা জখম। এমনটাই অভিযোগ। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। পাঁচজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত পৌনে ১০ টা নাগাদ কিছু দুষ্কৃতী সন্ত্রাস করার উদ্দেশ্যে জড়ো হয় কসবা রাজডাঙ্গার ইন্দুপার্কে। ঘটনার সময় দুষ্কৃতীরা ২-৩ রাউন্ড গুলি চালায় ও বোমাবাজি করে। ঘটনায় পি মজুমদার রোডের এক মহিলা জখম হন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইন সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ।
আরও পড়ুন: গঙ্গা ভাঙন রোধের কাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ
আরও খবর দেখুন