কলকাতা: অবশেষে সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College) খোলার বিজ্ঞপ্তি জারি হয়ে গেল।সোমবার থেকে পঠনপাঠনে ফিরছে কসবার আইন কলেজ। শুক্রবার কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের তরফ জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের তরফে অনুমতি সাপেক্ষে আগামী ৭ জুলাই সোমবার সকাল আটটা থেকে খুলবে কলেজ। চলবে দুপুর দুটো পর্যন্ত। সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজে থাকতে পারবেন। ওই সময়ের পর কলেজের নিরাপত্তারক্ষী বরুন মাহালি সমস্ত ঘর চেক করে সবাইকে বাইরে বের করে মেন কেটে তালা দিয়ে দেবেন।
পাঁচ বছরের বিএএলএলবি কোর্সে পঠনরত প্রথম সেমিস্টারের পড়ুয়ারা যারা পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারেননি, তারা ৭ তারিখ সকাল দশটা থেকে বারোটার মধ্যে কলেজে থাকবেন ও ফর্ম ফিলাপের কাজ করবেন। সে ক্ষেত্রে গেটে তাদেরকে আই কার্ড দেখিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। যদিও তদন্ত চলায় বন্ধই থাকছে ইউনিয়ন রুম এবং গার্ডরুম। সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফে ক্লাস শুরুতে অনুমতি মেলার পরই কলেজের ভাইস প্রিন্সিপাল যোগাযোগ করেন উচ্চ শিক্ষা দফতরের এক শীর্ষ কর্তার সঙ্গে। তারপরেই পরিচালন সমিতির বৈঠকে পড়াশোনা শুরু করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এদিন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের পড়ুয়ারা তাদের প্রজেক্ট পেপারের জন্য যথাক্রমে ৮,৯ এবং ১০ জুলাই ন’টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কলেজে থাকবেন এবং আই কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এলএলএম -এর পড়ুয়ারা ৮ জুলাই থেকে কলেজের বলে দেওয়া সুনির্দিষ্ট সময় কলেজে আসবেন ও ক্লাস করবেন। উপযুক্ত অফিসিয়াল প্রয়োজন ছাড়া কোনও পড়ুয়াকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও পড়ুন: কসবা কাণ্ডের তদন্তে গভার্নিং বডির রেজিস্টার বুক বাজেয়াপ্ত
শুক্রবার সাতসকালে ৪ অভিযুক্তদের নিয়ে কসবা ল কলেজে (Kasba Law College Incident ) হাজির হয়েছিলেন তদন্তকারীরা। এদিন ৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে বলে খবর। মনোজিৎদের নিয়ে যাওয়া হয় ইউনিয়ন রুম ও গার্ডরুমে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়োগ্রাফি করছে পুলিশ। ২৫ জুন ঘটনার দিন রাতে কলেজ কী ঘটেছিল, তা-ই প্রতিটি বিষয় খুঁটিনাটি জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলের থ্রি ডি ম্যাপিং করছেন তদন্তকারীরা। গার্ডরুম, ইউনিয়ন রুম ও শৌচালয় রয়েছে বিশেষ নজরে। কলেজের ক্রাইম সিনের গোটাটাই কভার করা হবে ওই মডেলে।
দেখুন ভিডিও