নয়াদিল্লি: আগামী বছর ফ্রেব্রুয়ারিতে দিল্লিতে (Delhi Polls) বিধানসভা নির্বাচন (Election)। তার আগেই বড়সড় পদক্ষেপ নিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপ সুপ্রিমো কেজরিওয়াল (Arvind Kejriwal)। সোমবার তিনি ঘোষণা করেছেন, রাজ্যে আরও ৮০ হাজার মানুষ পেনশন প্রকল্পের আওতায় এসেছে। এই সমস্ত দিল্লির মানুষ সরকারের বার্ধক্য পেনশনের প্রকল্পের (old-age pension) সুবিধা পাবে। ফলে মোট পেনশনভোগীদের সংখ্যা দাঁড়াবে প্রায় ৫.৩ লক্ষ।
কেজরি বলেন, আমি এই ঘোষণা করতে পেরে খুব খুশি যে, দিল্লির প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষের জন্য আমি বার্ধক্য প্রকল্প পুনরায় চালু করতে পারছি। পোর্টাল শুরুর আগেই ২৪ ঘণ্টার মধ্যে ১০ হাজার আবেদন পত্র জমা পড়েছে।
বিজেপি সরকারকে কটাক্ষ করে কেজরি বলেন, ওরা চক্রান্ত করে পেনশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন তোমার ছেলে (কেজরিওয়াল) তোমাদের জন্য কাজ করবে। বিজেপি বার্ধক্য ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা দেওয়া নিয়ে সমালোচনা করেন কেজরি। তিনি বলেন, দিল্লি সরকার ৬০-৬৯ বছর প্রবীণদের ক্ষেত্রে প্রতি মাসে দু হাজার টাকা আর ৭০ ও তার ঊর্ধ্বদের মাসে আড়াই হাজার টাকা করে পেনশন দেবে।
আরও পড়ুন: মহারাষ্ট্রে দলের বিপর্যয়, কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা নানা পাটোলের
অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ইতিমধ্যে ১০,০০০টি আবেদন জমা দিয়ে বয়স্কদের জন্য পেনশন আবেদনের সুবিধার্থে দিল্লি সরকার রবিবার একটি পোর্টাল চালু করেছে।
সামাজিক কল্যাণে সরকারের কাজের উপর জোর ঘোষণা করেছিলেন যে মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরে এখন বার্ধক্য পেনশন প্রকল্পের সম্প্রসারণ চলছে। বৃদ্ধদের পেনশন বন্ধ করা পাপ বলেও বিজেপি সরকারের সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এবং মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
দেখুন অন্য খবর: