কেরালা: আপনি সর্বোচ্চ কত বছরের কারাবাসের সাজা ঘোষণা হতে শুনেছেন? যাবজ্জীবন কারাদন্ড বলতে আমরা অপরাধীর মৃত্যুর আগের সময় পর্যন্ত সাজাকে বুঝি। যদিও আগে সর্বোচ্চ ১৪ বছরের কারাবাসের সাজা দেওয়া হত ভারতে। কিন্তু এবার এক জঘন্য অপরাধের জন্য আসামীকে ১৪১ বছরের সাজা শোনাল আদালত। সেই সঙ্গে তাঁকে ৭ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। কিন্তু কোন অপরাধে এই সাজা শোনানো হয়েছে? আসলে মামলাটি ছিল এক সৎ বাবার বিরুদ্ধে। অপরাধ ছিল ফাঁকা বাড়িতে নিজের সৎ মেয়েকে দিনের পর দিন হুমকি দিয়ে ধর্ষণ করার। পাশবিক এই অপরাধের শাস্তিস্বরূপ অভিযুক্ত ওই বাবাকে ১৪১ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।
আরও পড়ুন: ক্যামেরার সামনে জামাকাপড় খুলিয়ে প্রতারণা! মুম্বইয়ে ‘ডিজিটাল অ্যারেস্ট’
জানা গিয়েছে, বাবা এবং সৎ মেয়ে দু’জনেই আগে তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। তবে ২০১৭ সালে তাঁরা কেরালায় চলে আসেন। সেখানে পারিবারিক কারণে মেয়ের সঙ্গে থাকতেন না তাঁর মা। সেই সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে দিনের পর দিন মেয়েকে ধর্ষণ করতেন সৎ বাবা। এমনকি, কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতেন অভিযুক্ত সৎ বাবা, এমনটাই অভিযোগ ছিল। তবে শেষমেশ নির্যাতিতার ধৈর্যের বাঁধ ভাঙে। মা’কে তিনি সবটা জানান। তারপরই মা ও মেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাকসো আইনের আওতায় কেরালার ফাস্ট-ট্র্যাক আদালতে শুরু হয় তদন্ত। একাধিক ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। শেষমেশ আদালত অভিযুক্ত বাবাকে ১৪১ বছরের কারাবাস এবং নগদ ৭ লক্ষ ৮৫ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই টাকা নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
দেখুন আরও খবর: