নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিজেপির অন্দরে ডামাডোল বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের (Keshavprsad Maurya) গণ্ডগোল বাড়ছে। তারই মধ্যে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের (Akhilesh Yadav) একটি পোস্ট জল্পনা বাড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি কেশবপ্রসাদ মৌর্য বিজেপি ছাড়তে চলেছেন? অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ১০০ জনকে সঙ্গে নিয়ে এসো, সরকার তৈরি করো। যা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে ভারতের বৃহত্তম রাজ্যে।
এমনিতেই যোগীর সঙ্গে কেশবপ্রসাদের সম্পর্ক অনেক দিন ধরেই আদায় কাঁচকলায়। তার উপরে উত্তরপ্রদেশে লোকসভায় বিজেপির ফল আশানুরূপ না হওয়ায় নেতাদের মধ্যে একে অপরের উপর দায় চাপানো শুরু হয়েছে। মুখ খুলেছেন কেশবপ্রসাদ মৌর্যও। তিনি বিজেপির রাজ্য কমিটির বৈঠকে স্পষ্টতই বলেছিলেন সংগঠনের থেকে সরকার বড় নয়। তা নিয়ে চর্চা শুরু হয় গোবলয়ে। এরপর দেখা যায় তিনি দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করছেন। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি বলে জল্পনা। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন যেভাবে ফাটল চওড়া হয়েছে তাতে বিজেপি ছাড়তে পারেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: নিট কাণ্ডে এইমসের তিন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
আরও খবর দেখুন