পাটনা: একদিন আগেই বিহারের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে শামিল হয়েছিলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার। আন্দোলনস্থল থেকেই তাঁকে আটক করেছিল গর্দানীবাগ থানার পুলিশ। তবে সেদিন রাতেই থানা থেকে ছাড়া পেয়ে যান তিনি। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, শনিবার রাতে খান স্যারের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ডিহাইড্রেশনের কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন এই জনপ্রিয় শিক্ষক। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আজ রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: পদযাত্রা আটকে দিল পুলিশ, কৃষকদের দিকে জল কামান থেকে কাঁদানে গ্যাস
ইতিমধ্যে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় খান স্যারের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এইসব ছবিতে দেখা গিয়েছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন, স্যালাইন চলছে, দেওয়া হয়েছে নেব্যুলাইজারও। তারপর থেকেই খান স্যারের অনুরাগীদের মধ্যে চিন্তার বাতাবরণ তৈরি হয়। কারণ, বিহারের এই শিক্ষক দেশজুড়ে ব্যপক জনপ্রিয়। পাশাপাশি, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের সঙ্গে তিনি যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাতে তিনি অনেকের মন জয় করে নিয়েছেন। এরই মধ্যে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। তবে জানা গিয়েছে, এখন ভালো আছে খান স্যারের শারীরিক অবস্থা।
দেখুন আরও খবর: