খড়দহ: ভোটের মুখে বোমাবাজি খড়দহের (Khardah) একটি বেসরকারি স্কুলে (Private School)। ঘটনাস্থলে রহড়া থানার (Rahara PS) পুলিশ। রাতের অন্ধকারে খড়দহ সদরহাটি সংলগ্ন একটি বেসরকারি স্কুলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। স্কুল সূত্রের খবর, রাতের অন্ধকারে ১০-১২জন আসে ওই বেসরকারি স্কুলে। প্রথমে গেটের বাইরে বোমা বিস্ফোরণ করে। পরে গেট ভেঙে ঢুকে পড়ে স্কুলের ভিতরে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, ওই সময় স্কুলে কর্মরত কেয়ার টেকারকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখায় তারা। তাদের সঙ্গে ছিল ধারালো অস্ত্র, বন্দুক,ও বোমা। স্কুলের কোর কমিটির সদস্য মহাদেব বসাক জানান, খড়দহ সদরহাটি কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল এই বেসরকারি স্কুল। তোলার টাকা অনেকবার চেয়েছিলো কিছু অসাধুচক্র। সেই টাকা না দেওয়ায় এই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ।
আরও পড়ুন: বিজেপির বুথ এজেন্টের অস্বাভাবিক মৃত্যু
আরও খবর দেখুন